প্রিন্ট এর তারিখঃ Nov 30, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
সখীপুরে শিল্পপতি সালাউদ্দিন আলমগীর ৩০০ মসজিদে প্রদান করলেন ৭৫ লাখ টাকা

টাঙ্গাইলের সখীপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল ৩০০টি মসজিদে ৭৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল শনিবার বিকেলে সখীপুর পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি। প্রত্যেক মসজিদে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ হাবিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সালাউদ্দিন আলমগীরের মা সালমা বেগম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার কামাল হোসেন, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম শহীদ, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক আল আজাদ, সখীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com